দুই বন্ধু ও ভাল্লুক আধুনিক ভার্সন

মজার সবকিছু June 23, 2016 2,136
দুই বন্ধু ও ভাল্লুক আধুনিক ভার্সন

দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিলো। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা বিরাট ভাল্লুক তাদের দিকে আসতেছে। এখন উপায়? !!!


কিছু বুঝে উঠার আগেই এক বন্ধু অপরজনকে ফেলেই দৌড়ে গিয়ে একটা বড় গাছে উঠে বসলো। কিন্তু অপরজন গাছে উঠতে পারেনা। তাই সে মহা বিপদে পরে গেলো। ভাল্লুকের হাত থেকে বাঁচতে সে একটা ফন্দি আটলো। চোখ বন্ধ করে অফলাইন হয়ে গেল। ভাল্লুকটি তার কাছে এসে পোক দিতে লাগলো। কিন্তু বুদ্ধিমান বন্ধুটি ভাল্লুককে পোক ব্যাক করলো না। ভাল্লুকটি মনে করলো এর আইডি মনে হয় ডিএক্টভি। তাই সে আর টাইম নষ্ট না করেই অন্য দিকে চলে গেল। বুদ্ধিমান বন্ধুটি এই যাত্রায় রক্ষা পেল। ভাল্লুকটি চলে যাওয়ায় অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে তার জিজ্ঞেস করলো ভাল্লুকটি তার কানে কানে কি বললো? বুদ্ধিমান বন্ধুটি বললো -"ভাল্লুকটি আমাকে একটা উপদেশ দিয়েছে। সে বললো ফ্রেন্ড লিস্টের সকল বন্ধুই আসল বন্ধু না। সেখানে কিছু সুবিধাবাদী বন্ধুও থাকে। যারা বন্ধুর বিপদ দেখলে দৌড়ে পালায়। তাদের খুঁজে খুঁজে আনফ্রেন্ড করে দিতে হয়।"


আধুনিক মোরালঃ ফেন্ডলিস্টের সব বন্ধুকেই বন্ধু ভাবা উচিত নয়।