আমার বউ দেখেছে

পাঁচমিশালী কৌতুক June 21, 2016 2,431
আমার বউ দেখেছে

একদল ডাকাত ব্যাংক ডাকাতি করে যাওয়ার সময় ব্যাংকের সামনে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ডাকাত একজনকে বলল-


ডাকাত : এই তুই আমাদের ডাকাতি করতে দেখেছিস?


জালাল : হ্যাঁ, আমি ডাকাতি করতে দেখেছি।


ডাকাতরা জালালকে গুলি করে মেরে ফেলল। তারপর সিরাজকে বলল-


ডাকাত : এই তুই কিছু দেখেছিস?


বল্টু : না ভাই, আমি কিছু দেখি নাই। তবে আমার বউ দেখেছে।