এক দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল-
জজ : তুমি কার সঙ্গে থাকতে চাও, মায়ের সঙ্গে?
মেয়ে : না, মা বড্ড পেটায়!
জজ : তাহলে বাবার সঙ্গে?
মেয়ে : না, বাবাও ভীষণ পেটায়!
জজ : তাহলে কার সঙ্গে থাকতে চাও?
মেয়ে : পাকিস্তান ক্রিকেট টিমের সঙ্গে। ওরা অনেক ভালো মানুষ, চাইলেও পেটাতে পারে না!