এবার ভারতেই তৈরি হবে বিএমডব্লিউ!

নতুন প্রযুক্তি June 14, 2016 1,107
এবার ভারতেই তৈরি হবে বিএমডব্লিউ!

এবার জার্মানি ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতেই তৈরি হবে বিএমডব্লিউ স্পোর্টস বাইক। বিএমডব্লিউ জি ৩১০ আর নতুন স্পোর্টস বাইকটির টেস্ট ড্রাইভ সম্পন্ন করেছে।


বিলাসবহুল এই বাইকটি স্পোর্টস ঘরানার। ভারতের বাজারে বাইকটি বিক্রির উদ্যোগ নিয়েছে বিএমডব্লিউ। এটি স্থানীয়ভাবেই তৈরি হবে।


ভারতের সড়কে টেস্ট ড্রাইভে বিএমডব্লিউর বাইকটি সর্বোচ্চ গতি উঠেছিল ১৭০ কিলোমিটার। জি ৩১০ আর এ সম্পূর্ণ ডিজিটাল যন্ত্রপাতির কনসোলে তৈরি। এতে কোনো এবিএস রিং নেই।


লিকুইড কুলড ইঞ্জিনের ঘূর্ণনগতি ৯৫০০ আরপিএম। টর্ক ২৮ এনএম@৭৫০০ আরপিএম। এতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে। চলতি বছরের শেষের দিকে ভারতে বাইকটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে বলে ধারণা করা হচ্ছে।


৩১৩ সিসির সিঙ্গেল সিলিন্ডারের রেসিং ইঞ্জিনের বাইকটির বিএইচপি ৩৪। ভারতের বাজারে এর প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ রুপি। এই বাইকটি ইন্দো-জার্মান জয়েন্ট ভেঞ্চারে তৈরি হচ্ছে। এটি টিভিএসের সঙ্গে যৌথভাবে নির্মিত হবে।