ধাঁধা :
১. ‘নড়ে চড়ে পড়ে না,
সরে সরে সরে না।’
২. ‘লাল দেখতে জিনিসটি,
‘ল’ কাটলে ফলটি।’
৩. ‘নয়নে নয়নে থাকে,
নয়নের কেউ নয়।’
৪. ‘চার কলসি দুধে ভরা,
ঢাকনা ছাড়া উপুড় করা।’
উত্তর :
১. চোখ
২. আলতা
৩. কাজল
৪. গাভি
Login | Sign Up |
ধাঁধা :
১. ‘নড়ে চড়ে পড়ে না,
সরে সরে সরে না।’
২. ‘লাল দেখতে জিনিসটি,
‘ল’ কাটলে ফলটি।’
৩. ‘নয়নে নয়নে থাকে,
নয়নের কেউ নয়।’
৪. ‘চার কলসি দুধে ভরা,
ঢাকনা ছাড়া উপুড় করা।’
উত্তর :
১. চোখ
২. আলতা
৩. কাজল
৪. গাভি