আত্মহত্যার কারণ

বিখ্যাতদের মজার ঘটনা June 4, 2016 5,923
আত্মহত্যার কারণ

অস্কার ওয়াইল্ড একদিন টেমসের ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন,এক তরুণ ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তিনি দ্রুত তরুণটিকে ধরে ফেললেন। আত্মহত্যার কারণ জিজ্ঞেস করতেই তরুণ জানাল, সে এবারও পরীক্ষায় পাস করতে পারেনি। ওয়াইল্ড সব শুনে তাকে নিয়ে কিছুক্ষণ হাঁটলেন। তারপর বিদায়ের সময় সান্ত্বনা দিয়ে বললেন, এই তুচ্ছ কারণে আত্মহত্যা করলে লোকে তোমাকে নির্ঘাত বোকা বলবে। কারণ পরীক্ষায় উজবুকেরা এমন সব প্রশ্ন করে বসে যে, মাঝেমধ্যে বিজ্ঞরাও এর সঠিক উত্তর দিতে পারে না।