প্রেম চিনতে শিখুন, জীবন হবে চমৎকার !

ফেসবুকীয় লেখা June 3, 2016 6,125
প্রেম চিনতে শিখুন, জীবন হবে চমৎকার !

মাতাল অবস্থায় বাসর ঘরে এসে মাতলামি করেছিলেন বলে স্বামীকে চড় মেরে বিয়ের সাজে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন এক নারী,

যিনি সম্পর্কে আমার মায়ের বন্ধু, খালা ।


সেচ্ছায়, আর কখনো কোনো পুরুষকে জীবনের সঙ্গী করেননি তিনি ।

পরিবার শিক্ষিত, আধুনিক, সংবেদনশীল বলে তার সিদ্ধান্ত ও ব্যাক্তিগত খুশীর ওপর 'বাড়াবাড়ি কোনো অধিকারবোধ'ও খাটায়নি ।

ব্যাক্তিত্তবান, আত্তমর্যাদাশীল এই নারী এখন নিজ কর্মক্ষেত্রে সপ্রতিষ্ঠিত ।


কি হতো এক্ষেত্রে যেকোনো সাধারন মধ্যবিত্ত ঘরের একটি যেকোনো বয়সী মেয়ের ভবিষ্যৎ ?

-- মেনে নে মা ! মেয়েদেরকে অনেক কিছু মেনে নিতে শিখতে হয় !

-- পুরুষের কতো রকম বাজে স্বভাব থাকে, ওসব ধরতে হয়না ! সময়ে সব ঠিক হয়ে যাবে !

-- মাত্রই তো বিয়ে হলো ! এসব ঘরের বউকেই ঠিক করতে হয় ! ওতো তাল-বাহানা করলে চলে না !

-- আরে ভাবিস না, একটা দুটা বাচ্চা-কাচ্চা হোক, ওসব স্বভাব বদলে যাবে দেখিস !


অতঃপর , 'নাকের জল চোখের জল এক করিয়া' পুনরায় স্বামীগৃহে প্রত্যাবর্তন, আগের চেয়ে দিগুণ অনাচার-অত্যাচার সহন, সারা শরীরে দগদগে ঘা লইয়া গর্ভধারন ও অন্তরে তুষের আগুন চাপা দিয়া আজীবন 'পতি পরমেশ্বর' এর পূজায় নিজেকে সঁপিয়া দেওন !


............................................


এই কাহিনী আরো এককাঠি সরেস !

পুত্র পিএইডি'ধারী, প্রবাসী স্মার্ট, ড্যাশিং, মুক্তবুদ্ধি'আলা !

কন্যা উচ্চশিক্ষিত ধনী পরিবারের

ঘটিলো 'এরেঞ্জড ম্যারেজ' ।

বিবাহের প্রথম রাত, ফুল আছে, শয্যাও আছে, নাই স্রেফ 'মনের মিল' ...

কন্যা কহিলো, 'এখনই না !'

পিএইচডি'ধারীর ভালো লাগিলো না ....

'কিসের আবার মনের মিল ! উহা হইলে হইলো, না হইলে নাই ! আমার যাহা দরকার, তাহা পাইলেই 'যাও ঘুমাও, গুড বাই' !

কন্যা কাঁদিতে কাঁদিতে ভাবিলো, যাই ...

বাবারে গিয়া কই, এভাবে কি আর হয় ?

শিক্ষিত বাবা বলিলো, দেখো মেয়ে, এটা স্বামীর অধিকার, মানিয়া নিতে হয় !'


অতঃপর 'নাকের জল চোখের জল এক করিয়া' শিক্ষিত বাবার উচ্চ শিক্ষিত কন্যা 'স্বামীর ভালোবাসা'কে অত্যাচারস্বরূপ কিছুকাল মানিয়া লইয়া আর না পারিয়া সন্তানসমেত ঘর হইতে বাহির হইয়া আসিলো !

এখন,

পিএইচডি ধারী স্বামী সমাজে মাথা উঁচু করিয়া বাঁচিতেছেন !

ডিভোর্সি কন্যা 'একূল নাও ওকূল নাই' হইয়া 'সিঙ্গেল মাদার' এর দায় লইয়া আছেন !


...........................................


'Marietal Rape' means,

"Any unwanted sexual acts by a spouse or ex-spouse that is committed without the other person's consent. Such illegal sexual activity are done using force, threat of force, intimidation, or when a person is unable to consent. The sexual acts include intercourse, anal or oral sex, forced sexual behavior with other individuals, and other sexual activities that are considered by the victim as degrading, humiliating, painful, and unwanted. It is also known as Spousal Rape !"


যেকোনো বয়সী বিবাহিত নারীমাত্র জানিতে হবে,

বিবাহ,

নারীকে নিজ স্বামী দ্বারা 'তার অসম্মতিক্রমে' যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যৌনভোগের জন্য কোনো স্থায়ী বন্দোবস্ত নয় !

বুঝিতে হবে,

'জোরপূর্বক যৌনমিলন' কোনো 'ভালোবাসার বহিঃপ্রকাশ' নয় !

আত্তস্থ করিতে হইবে,

'যে আচরন স্রেফ একতরফা পৈশাচিক আনন্দ দেয়,

শারীরিক কষ্ট, মানসিক বেদনা দেয়, তাতে কোনো 'প্রেম' নেই !

কখনো তা সম্মানজনক, মানবিক ও সংবেদনশীল ব্যাবহার নয়, কখনো বদলাবেও না !'


কতোজন নারী প্রতিদিন নিজ বিছানায় ধর্ষিত হয়,

আমি সে গণনায় যাবো না ....

এই সংখ্যা ভয়াবহ !

শুধু বলবো,

প্রেম চিনতে শিখুন, জীবন হবে চমৎকার !

অ-প্রেম অসুখী জীবনমাত্র, হাহাকার স্রেফ হাহাকার !