১) প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক
কাকে বলা হয় ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-
২) প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার
ঘোষনা পাঠ করা হয়?
উঃ ২৬ মার্চ, ১৯৭১।
-
৩) প্রশ্ন: ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয়
কখন?
উঃ ১৯৮০ সালে।
-
৪) প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা
হয?
উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
-
৫) প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন
করেন?
উঃ আ স ম আব্দুর রব।
-
৬) প্রশ্ন: ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর
বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।
-
৭) প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায়
স্থাপন করা হয়?
উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
-
৮) প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা
গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
-
৯) প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।
-
১০) মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর ছিলো?
উঃ নৌপথ
-
১১) মুক্তিযুদ্ধের সময় ১, ২, ৭ নং সেক্টর ছিলো?
উঃ চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী
-
১২) মুজিবনগর কয় নম্বর সেক্টর ছিলো?
উঃ ৮ নম্বর
-
১৩) সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
-
১৪) সর্বপ্রথম শত্রু মুক্ত জেলা কোনটি?
উঃ যশোর (৬ ডিসেম্বর ১৯৭১)
-
১৫) বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করা
হয় কবে?
উঃ ১২ মার্চ ১৯৭২