চলুন একবার ঘুরে আসি ডাইনোসর এর যুগ থেকে

দেখা হয় নাই May 30, 2016 1,829
চলুন একবার ঘুরে আসি ডাইনোসর এর যুগ থেকে

আজ থেকে ২৩০ মিলিয়ন বছর পূর্বে। ডাইনোসরেরা ট্রায়াসিক যুগের শেষ দিকে, অর্থাৎ প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতে শুরু করে। আর ওদের শাসনকাল চলে ক্রিটেশিয়াস যুগের শেষ পর্যন্ত। অর্থাৎ ওরা পৃথিবী শাসন করেছে প্রায় ১৬ কোটি বছর ! আসুন এক নজরে এদের নিয়ে আমারা একটু জেনে নেই ।





ডাইনোসর” শব্দটি বলতে “উড়তে অক্ষম ডাইনোসর”-দের বোঝানো হবে এবং “পাখি” শব্দটি “উড়তে সক্ষম ডাইনোসর”-এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে। উড়তে সক্ষম ডাইনোসর বলতে আর্কিওপটেরিক্স পূর্বপুরুষ থেকে বিবর্তিত এবং আধুনিক পাখিদের সবাইকেই বোঝানো হবে। গুরুত্ব দিয়ে কোন বিষয় উল্লেখ করতে হলে “উড়তে অক্ষম ডাইনোসর” শব্দটিই ব্যবহৃত হবে। আজ থেকে ২৩ কোটি বছর আগে তারা পৃথিবী থেকে বিলপ্তি হয় একটি বার ভেবে দেখেছেন এরা যদি আজ পৃথিবী তে থাকতো তবে কেমন হত ??? তাহলে চলুন একবার ঘুরে আসি ডাইনোসর এর মিউজিয়াম থেকে Fukui Prefectural Dinosaur Museum জাপান।




খুব সুন্দর একটি জাইগা তাই না , আকাশ নীল , অপার বেগনি আলো সুনীল মধ্যে সরাসরি দিগন্তর উপর মিশ্রণ, যেখানে এটা পর্বত দ্বারা পূরণ হয়েছে




বিশেষ করে এই পর্বতগুলো সব বরফে ঢাকা থাকে , কিন্তু তুষার যেন কোন ঠিক মাঠ দূরে থেকে গলা শুরু করেছে যাদুর মতো




এই সব মন মাতানো দৃশ্যে দেখে মনে হবে আপনি হারিয়ে গেছেন কোন এক অজানা দেশে




তারপর অবশেষে ডাইনোসর এর যাদুঘর দেখা গেলো একটি বড় রূপালী ডিম এর মতো একটি ভবন যারকিনা চারপাশে বনভূমির অরন্যে ঢাকা , দেখে মনে হবে আপনি সত্যি ডাইনোসর যুগে এসে পরেছেন




মনে করুন তো এটা যদি সত্যিকার এর ডাইনোসর হতো ____ এই সব বাচ্চা রা খেলা দূরে থাক ৫০০ কিলোমিটার বেগে দৌড়াতো তাই না ???




তাহলে চলুন একবার ডাইনোসরের যাদুঘর এর ভিতর থেকে একবার ঘুরে আসি






এটা ছিল লেখক এর কথা I just like this guy’s name: necrolemur . How cool is that?!




ডিম গুলি এদের কতো বড়ো হতে পারে একটু ভাবুন




দুর্লভ জীবাশ্ব দেখুন




ফসিল কঙ্কালটি দেখুন আচ্ছা এরা যদি সত্যি সত্যি আমাদের মাজে বেঁচে থাকতো তবে আমাদের বন্ধু হয়ে যেত তাই না ?






একবার কল্পনা করুন তো এদের মুখের হাঁ কি রকম

ছিল !!




একটু কল্পনা করুন তো এরা যদি আবার এই পৃথিবীতে ফিরে আসে আল্লাহ্ না করুন তাহলে কি হবে_____