বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে যারা

ক্রিকেট দুনিয়া June 14, 2024 369
বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে যারা

বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও গতকাল নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেছে লাল-সবুজের দল।


নিজেদের সবশেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই সুপার এইট নিশ্চিত হবে নাজমুল শান্তর দলের। নেপালের বিপক্ষে হেরে ডাচদের চেয়ে রান রেটে এগিয়ে থাকতে পারলেও সম্ভাবনা আছে শেষ আটে খেলার।


এদিকে বাংলাদেশের সুপার এইট যখন প্রায় নিশ্চিত তখনই শেষ আটে টাইগারদের প্রতিপক্ষ হতে চলেছে কোন কোন দল তা নিয়ে শুরু হয়েছে সমর্থকদের হিসাব-নিকাশ। সুপার এইটে কোন গ্রুপে থাকবে টাইগাররা তা নিয়েও হচ্ছে আলোচনা।


এবারের আসরে অংশ নেয়া ২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। আর সুপার এইটে এই ৮ দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। তবে শেষ আটে কোনো দল গ্রুপ ১ নাকি গ্রুপ ২ এ খেলবে তা নির্ধারণ করার ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়ার কোনো ভূমিকা নেই। কেননা, আইসিসি আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে সুপার এইটে উঠলে কোন দল কোন গ্রুপে খেলবে।


আইসিসির নির্ধারণ করা নিয়মানুযায়ী, গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে ভারত এ-১ আর পাকিস্তান এ-২ হিসেবে খেলছে। এভাবেই ‘বি’ গ্রুপে ইংল্যান্ড বি-১ আর অস্ট্রেলিয়া বি-২, ‘সি’ গ্রুপে নিউ জিল্যান্ড সি-১ আর ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ডি-১ আর শ্রীলঙ্কা ডি-২ হিসেবে খেলছে।


তবে নির্ধারিত এই দলগুলোর মধ্যে কোনোটি যদি সুপার এইটে না ওঠতে পারে তবে সেই জায়গাটি সে দলের বদলে যে দলটি শেষ আটে ওঠবে তাদের দেয়া হবে। ‘ডি’ গ্রুপে শ্রীলঙ্কাকে নির্ধারণ করা হয়েছিল ডি-২ হিসেবে। কিন্তু লঙ্কানরা শেষ আটে যেতে ব্যর্থ, তাদের বদলে সুপার এইটে পা রাখতে চলেছে বাংলাদেশ, এ কারণেই সুপার এইট পর্বে বাংলাদেশ খেলবে ডি-২ হিসেবে। একই ভাবে, ‘সি’ গ্রুপে নিউ জিল্যান্ড সি-১ হিসেবে ছিল। কিন্তু তাদের বদলে শেষ আটে যাচ্ছে আফগানিস্তান।


এ কারণেই ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেশি থাকলেও শেষ আটে ক্যারিবীয়রা সি-২ হিসেবেই খেলবে। এদিকে শেষ আটে গ্রুপ-১ খেলবে এ-১, বি-২, সি-১, ডি-২। সেই হিসেবে শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।


বাংলাদেশ শেষ আটে ওঠলে প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত, ম্যাচটি হবে বাংলাদেশ সময় ২২ জুন রাত সাড়ে ৮টায় এবং শেষ ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় ২৫ জুন ভোর সাড়ে ৬টায়।


সূত্রঃ ঢাকা পোস্ট