এবারের বিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ

ক্রিকেট দুনিয়া September 26, 2022 681
এবারের বিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে ৭ দলের তালিকা। এবার ক্রিকেটারদের পারিশ্রমিকও চুড়ান্ত করলো বিসিবি। এদিকে সরকার ও বিসিবির নির্দেশনা মেনে খরচ কমাতে এবার কোন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করছেনা বিপিএল গভর্নিং কাউন্সিল।


ড্রাফটের খসড়া অনুযায়ী এবার বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ করা হচ্ছে সাত ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হচ্ছে ৮০ লাখ টাকা। জানা গেছে, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ, ‘এফ’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘জি’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে।


বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি পাঁচটি। সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ হাজার ডলার পাবেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা। ‘বি’ ক্যাটাগরিতে ৬০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ হাজার, ‘ই’ ক্যাটাগরিতে ২০ হাজার ডলার পারিশ্রমিক ধরা হয়েছে।


এবারের বিপিএলে থাকছেনা কোন আইকন ক্রিকেটার। তবে নিলামের বাইরে সরাসরি চুক্তিতে এক দেশী ক্রিকেটারকের নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকা, চট্রগ্রাম ও সিলেট তিন ভেন্যুতে হবে এবারের বিপিএলের ৪৬ টি ম্যাচ। - স্পোর্টসজোন২৪