শেখ জামালকে চ্যাম্পিয়ন করে যা বললেন অধিনায়ক ইমরুল

ক্রিকেট দুনিয়া April 27, 2022 1,126
শেখ জামালকে চ্যাম্পিয়ন করে যা বললেন অধিনায়ক ইমরুল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথমবারের মতো ইমরুলের নেতৃত্বে শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকা লিগের শিরোপা নিশ্চিত করে শেখ জামাল।


১৪ ম্যাচে জামালের পয়েন্ট সর্বোচ্চ ২৪। তাদের নিকটবর্তী থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের সমান ম্যাচে পয়েন্ট ২০। শেষ ম্যাচ জিতলেও আর চ্যাম্পিয়ন হতে পারবে না মাশরাফি মুর্তজার দল।


ম্যাচ শেষে ইমরুল বলেন, ‘কুমিল্লায় যখন আমি যাই সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হবো। এ বছর যখন আমি শেখ জামালে যাই, সবার প্রতি মেসেজটা এমনই ছিল যে আমি দেখতে চাই না যে দু-একটা নির্দিষ্ট দল প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়। এই ক্রিকেটারদের সঙ্গে আমরা ঘুরে ফিরে খেলি। ওরা যদি পারে আমরা কেন পারব না। এই বিশ্বাসটা সবার মনে দিতে পেরেছি বলে এই সাফল্যটা এসেছে।’


ইমরুল আরো বলেন, ‘অধিনায়ক হিসেবে দলের সবার সাথে কতটুকু ঘনিষ্ঠ এটা গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে যদি মনে করেন আপনি আলাদা থাকতে চান তাহলে বন্ডিংটা তৈরি হয় না। আমার সাথে সবার সম্পর্কটা ওই রকম। তাই সবাই মন থেকে চায় যেন দলটা চ্যাম্পিয়ন হয়।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪