ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ৭ বাংলাদেশি ব্যাটার

ক্রিকেট দুনিয়া April 26, 2022 20,966
ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ৭ বাংলাদেশি ব্যাটার

লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশীদের মধ্যে ২০ টি সেঞ্চুরি ও ১০০০০ রান করার কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান। ঢাকা প্রিমিয়ার লিগে রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। একই দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাইম ব্যাংকেরই আরেক ওপেনার এনামুল হক বিজয়।


চলুন একনজরে দেখে নি লিস্ট ‘এ ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কার কয়টি সেঞ্চুরি-


১। তামিম ইকবাল : ২০টি (২৭৫ ইনিংস)


(বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৪টি, আবাহনীর হয়ে ২টি, ১টি করে মোহামেডান, চট্টগ্রাম বিভাগ, প্রাইম ব্যাংক ও ব্রাদার্সের হয়ে)


২। এনামুল হক বিজয় : ১৫টি (১৬০ ইনিংস)


(প্রাইম ব্যাংকে হয়ে ৬টি, বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩টি, আবাহনী ও কলাবাগান একাডেমির হয়ে ২টি করে, গাজী গ্রুপ ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১টি করে)


৩। মুশফিকুর রহিম : ১৩টি (২৯৬ ইনিংস)


(বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৮টি। ১টি করে আবাহনী, মোহামেডান, রূপগঞ্জ, শেখ জামাল, রাজশাহী বিভাগের হয়ে)


৪। নাঈম ইসলাম : ১২টি (২১১ ইনিংস)


(রূপগঞ্জের হয়ে ৭টি, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২টি, ১টি করে কলাবাগান, মোহামেডান, রাজশাহী বিভাগের হয়ে)


৫। লিটন কুমার দাস : ১২টি (১৩১ ইনিংস)


(বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি, আবাহনীর হয়ে ৪টি, প্রাইম দোলেশ্বরের হয়ে ৩টি)


৬। মোহাম্মদ আশরাফুল: ১১টি (২৬৭ ইনিংস)


(কলাবাগানের হয়ে ৫টি, বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩টি, ১টি করে বাংলাদেশ ‘এ’, ঢাকা বিভাগ ও ব্রাদার্সের হয়ে)


৭। ইমরুল কায়েস : ১১টি (১৯২ ইনিংস)


(বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৪টি, খুলনা বিভাগের হয়ে ৩টি, ১টি করে বাংলাদেশ ‘এ’, গাজী গ্রুপ, গাজী ট্যাংক ও শেখ জামালের হয়ে)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪