ইনিংস ব্যবধানে হারল টাইগাররা

ক্রিকেট দুনিয়া December 8, 2021 675
ইনিংস ব্যবধানে হারল টাইগাররা

লিটন দাস ও মুশফিকুর রহিম ফিফটির আভাস দিয়েও পারেননি। দুজনেই মিস করেছেন অর্ধ-শতক। তবে সাকিব আল হাসান সুযোগা হাতছাড়া করেননি। ছিনিয়ে নিয়েছেন দুরন্ত এক ফিফটি। কিন্তু ত্রয়ী তারকার ব্যাটিং দৃঢ়তার পরও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানের হার এড়াতে পারল না টাইগাররা। এক ইনিংস ও ৮ রানে হারের হতাশায় ডুবল লাল-সবুজের প্রতিনিধিরা।