ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে বাধার মুখে মিরপুর টেস্ট। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। যার ফলে শুরু হলেও আবারো বন্ধ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলার প্রথম সেশন মাঠে গড়ায়নি। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে শুরু হয় খেলা। তবে এবারো বেশি সময় খেলার সুযোগ পায়নি দুই দল।
এদিন মাত্র ৬.২ ওভার খেলা হতেই আবারো বৃষ্টি বাগড়া দেয়। এখনো বৃষ্টি চলমান থাকায় খেলা কখন মাঠে গড়াবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। খেলা থামার আগে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দিন শনিবার নির্ধারিত সময়ে ভালোয় ভালোয় খেলা শুরু করা গেলেও লাঞ্চের ঠিক ৫০ মিনিট পরই শুরু হয় বৃষ্টির বাগড়া। শেষ পর্যন্ত দিনের খেলা পুরো ৩৩ ওভার বাকি রেখেই সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি।
ঘড়ির কাঁটা মেপে হিসাব করলে প্রথম দিনে আড়াই ঘণ্টা বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে খেলা হয়নি। এ কারণে আজ রোববার আধাঘণ্টা আগে, তথা সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।