মজার ধাঁধা সমগ্র - ৯৮তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer November 16, 2018 26,184
মজার ধাঁধা সমগ্র - ৯৮তম পর্ব

১) ‘আমার মার ফেলে


আমের ফেল আ,


রাখালের খাল ফেলে


লবণ দিয়ে খা।’


উত্তর: আমড়া


২) ‘একটা মাথা তিনটা পা,


চললে বলি আগে আগে।


থামলে বলি হায় হায়,


প্রাণটা বুঝি রাখা দায়।’


উত্তর: সিলিং ফ্যান


৩) ‘উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি।’


উত্তর: বাঁশপাতা


৪) ‘উড়লেও পাখি নয় বলো দেখি কারে কয়?’


উত্তর: চামচিকা