ঠিকমতোই পালাইছি!

পাঁচমিশালী কৌতুক October 30, 2017 1,717
ঠিকমতোই পালাইছি!

পাগলাগারদের টেলিফোনটা বেজে উঠলো। রিসিপশনিস্ট মেয়েটা ফোন ধরে বললেন-


মেয়ে : হেল্লো, কিভাবে সাহায্য করতে পারি?


লোক : আপা, দেখেন তো রুম নম্বর ৪৭ এ কেউ আছেনি?


মেয়ে : জ্বি না, কেউ নাই, আপনি কাকে চাচ্ছেন?


লোক : দেখেন তো ভালোভাবে, কেউ আছে কি না, সিওর হইয়া বলেন না প্লিজ।


মেয়ে : না রে ভাই, দেখে এলাম কেউ নাই। আপনি কাকে চাচ্ছেন?


লোক : যাক, তাইলে ঠিকমতোই পালাইছি!