মজার ধাঁধা সমগ্র - ২১তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer March 18, 2017 3,880
মজার ধাঁধা সমগ্র - ২১তম পর্ব

▶ ধাঁধা


১. কোন জিনিসের একটা মুখ আছে, দুটো হাত আছে কিন্তু কোনো পা নেই?


২. তোমার টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী?


৩. কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।


৪. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?


৫. কোন জিনিসের ঘাড় আছে কিন্তু মাথা নাই?


▶ উত্তর


১. ঘড়ি।


২. আয়নার সামনে ধরো, তাহলেই দ্বিগুণ দেখাবে!


৩. দস্তানা/হাতমোজা।


৪. ডিম।


৫. বোতল।