নিকাহ সম্পন্ন হওয়ার পর পাত্র মৌলভিকে জিজ্ঞাসা করলেন-
পাত্র : আপনার ফিস কত?
মৌলভি : বেগমের সৌন্দর্য অনুযায়ী আমায় টাকা দাও।
বিরক্ত পাত্র মৌলভির হাতে ১০ টাকা দিয়ে উঠে যেতে লাগল। এমন সময় বাতাসে পাত্রীর ঘোমটা উড়ে গেল। তখন মৌলভি চেচিয়ে বললেন-
মৌলভি : আরে বাবা যাচ্ছ কোথায়, বাকি টাকা ফেরত তো নিয়ে যাও!