ইংরেজিতে ‘ধন্যবাদ’ বলার সাত উপায়

অনলাইনে পড়াশোনা December 8, 2016 4,380
ইংরেজিতে ‘ধন্যবাদ’ বলার সাত উপায়

প্রতিদিনের জীবনযাত্রায় যেই কয়েকটি আচরণ আমরা সচরাচরই করে থাকি, এর মধ্যে অন্যতম হচ্ছে অন্য কাউকে তার সাহায্যের জন্য ধন্যবাদ দেওয়া।


সাধারণত কারো উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে ধন্যবাদ দেওয়ার চল থাকলেও আধুনিককালে বিশেষ করে ইংরেজি ভাষায় আন্তরিকতা প্রকাশ করতেও ধন্যবাদ দেওয়া হয়।


যাকে ধন্যবাদ দিচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক এবং তার দ্বারা আপনি কী ধরনের উপকার লাভ করেছেন তার ওপর নির্ভর করে ইংরেজিতে বেশ কয়েকভাবে ধন্যবাদ বলা হয়ে থাকে।


আজ আমরা জেনে নেব সাদামাটা ‘Thank you (থ্যাংক ইউ)’ বলা ছাড়াও আরো সাতটি ভিন্ন উপায়ে আপনি ইংরেজিতে কীভাবে ধন্যবাদ দিতে পারেন।


১) (থ্যাংকস)


এটি ধন্যবাদ দেওয়ার একটি ইনফর্মাল উপায়। সাধারণত খুব কাছের মানুষ, পরিবারের সদস্য বা বন্ধুদের আমরা এভাবে ধন্যবাদ দিয়ে থাকি। পরীক্ষার সময়ে আপনাকে কলম ধার দেওয়া বন্ধুটিকে আপনি হাসিমুখে বলতেই পারেন,


‘Thanks for the pen.’ (থ্যাংকস ফর দ্য পেন।) অর্থাৎ, ‘কলমটির জন্য ধন্যবাদ।’


অথবা উপহারে পাওয়া নতুন জামাটি দেখে আপনি বলতেই পারেন,


‘I liked your gift. Thanks!’ (আই লাইকড ইয়োর গিফট। থ্যাংকস।) অর্থাৎ ‘আমার উপহারটি পছন্দ হয়েছে। ধন্যবাদ।’


২) Thank you very much (থ্যাংক ইউ ভেরি মাচ)


কৃতজ্ঞতা প্রকাশের একটি ফর্মাল উপায় এটি। সাধারণত বয়সে বড় ও সম্মানিত কাউকে এভাবে ধন্যবাদ দেওয়া হয়ে থাকে। কর্মক্ষেত্রে বস অথবা সহকর্মীদেরও এভাবে ধন্যবাদ দেওয়া যায়। ‘Thank you very much!’ এর বাংলায় অর্থ দাঁড়ায় ‘আপনাকে অনেক ধন্যবাদ।’


৩) I cannot thank you enough (আই ক্যান নট থ্যাংক ইউ এনাফ)


কেউ খুব বড়সড় উপকার করলে এভাবে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, এর অর্থ আপনি তাঁকে যতই ধন্যবাদ দেবেন না কেন, তা তাঁর সাহায্যের সামনে কম হয়ে যাবে।


‘I cannot you enough for what you have done for me.’ (আই ক্যান নট থ্যাংক ইউ এনাফ ফর ওয়াট ইউ হ্যাভ ডান ফর মি।) অর্থাৎ, ‘তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না।’


‘I cannot thank you enough for your help.’ (আই ক্যান নট থ্যাংক ইউ এনাফ ফর ইয়োর হেল্প।) অর্থাৎ, ‘তোমার এই সাহায্যের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না।’


৪) I am truly grateful (আই অ্যাম ট্রুলি গ্রেটফুল)


‘Grateful’ শব্দের অর্থ কৃতজ্ঞ। কোনো জরুরি কাজে কেউ সাহায্য করলে বা আর্থিক সাহায্যের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে সাহায্য করলে আমরা বলে থাকি,


‘I am truly grateful for your help. Thank you!’ (আই অ্যাম ট্রুলি গ্রেটফুল ফর ইয়োর হেল্প। থ্যাংক ইউ।) অর্থাৎ, ‘তোমার সাহায্যের জন্য আমি সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ।’


“I’m truly grateful for your support.” (অ্যাম ট্রুলি গ্রেটফুল ফর ইয়োর সাপোর্ট।) অর্থাৎ, ‘তোমার সহায়তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ।’


৫) I am obliged (আই অ্যাম অবলাইজড)


এটি আরেকটি ফর্মাল উপায় যা কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী। ‘Oblige’ শব্দটির অর্থ ‘আমি কৃতজ্ঞতার বাঁধনে আবদ্ধ’।


‘I am obliged to you.’ (আই অ্যাম অবলাইজড টু ইউ।) অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞতার বাঁধনে আবদ্ধ।


৬) I appreciate. (আই অ্যাপ্রিশিয়েট)


কর্মক্ষেত্রে কোনো প্রজেক্টে কেউ সাহায্য করে থাকলে বলা যেতে পারে,


‘I appreciate your help. Thank you!’ (আই অ্যাপ্রিশিয়েট ইয়োর হেল্প। থ্যাংক ইউ।) অর্থাৎ, ‘আমি তোমার সাহায্যের তারিফ করছি। ধন্যবাদ।’


এ ছাড়া ইমেইলের মাধ্যমে কাউকে ধন্যবাদ দিতেও এটি ব্যবহার করা যায়।


৭) Thanks a lot. (থ্যাংকস আ লট)


এটি ইনফর্মাল উপায়। কাউকে কারো সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে এটি বলা হয়।


‘I liked your gift. Thanks a lot.’ (আই লাইকড ইয়োর গিফট। থ্যাংকস আ লট।) অর্থাৎ, ‘তোমার উপহারটি আমার পছন্দ হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ।’


সূত্রঃ ইন্টারনেট