আজকের ধাঁধা : ৩০ নভেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer November 30, 2016 2,206
আজকের ধাঁধা : ৩০ নভেম্বর, ২০১৬

১. ‘তিন বর্ণে নাম তার

পকেটেতে রয়,

পেট কাটলে সে যে

আইন হয়ে যায়।’


২. ‘তিন বর্ণে নাম তার

থাকে নারীর সাথে,

পেট কাটলে মিষ্টি ফল

হয় সাথে সাথে।’


৩. ‘তিন বর্ণে নাম তার

সব লোকে খায়,

মাঝের বর্ণ ছেড়ে দিলে

ঘরে চলে যায়।’


৪. ‘তিন বর্ণে নাম তার

খেলার মাঠে পাবে,

প্রথমটা ছেড়ে দিলে

দেশের নাম হবে।’


উত্তর : ১.রুমাল ২.আলতা ৩.বাতাসা ৪.শচীন