 ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর ১০ স্থান
 ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর ১০ স্থান
ইকুয়েডর উপকূল থেকে আরও ৬০০ মাইল ভিতরে এই দ্বীপটিতে বহিরাগত অনেক প্রাণীর সন্ধান মেলে। দেখা যায় দৈতাকৃতি কচ্ছপ। চোখে পড়ে অনেক বিরল পাখি। তেমনই রয়েছে বিরল কিছু গাছ।
দুনিয়ার আর কোথাও সচরাচর দেখা যায় না। তাই চাইলেই ও অর্থের সামর্থ্য থাকলে ঘুরে আসতে পারেন এই সুন্দরতম দ্বীপ থেকে।
পাঠকের ভোটের নিরিখে দুনিয়ার মোট ১০টি দ্বীপের তালিকা বানিয়েছে ওই ভ্রমণ পত্রিকাটি। তার মধ্যে রয়েছে বালি, মালদ্বীপ, তসমেনিয়া, হাওয়াই দ্বীপও।
গালাপাগোস দ্বীপ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যই জনপ্রিয়তার শীর্ষে ইকুয়েডরের এই দ্বীপটি। চার্লস ডারউইন তার অভিব্যক্তিবাদ নিয়ে গবেষণা করেছিলেন এখানেই।
সামুদ্রিক গোসাপ থেকে নীল পায়ের বুবিস, সমুদ্র-সিংহ এমন অনেক প্রাণীরই দেখা মেলে এই দ্বীপে। 'ঝুঁকির মধ্যে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ'-এর তালিকা থেকে ২০১০ সালে ইউনেস্কো বাদ দেয় এই দ্বীপটিকে। তার কারণ, খুব সচেতন ভাবে এই দ্বীপের জীববৈচিত্রকে রক্ষা করে চলেছে সেখানকার সরকার।
বালি দ্বীপ জনপ্রিয়তায় গালাপাগোসের ঠিক পরেই, মানে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপটি।
অস্ট্রেলিয়ান ও ব্রিটিশ পর্যটকদের কাছে অন্যতম সেরা গন্তব্য। তবে, ছুটি কাটাতে বহু দেশ থেকেই সারা বছর প্রচুর পর্যটক আসেন এখানে। রয়েছে হিন্দু মন্দিরও।
মালদ্বীপ পর্যটকদের ভোটে তৃতীয় মালদ্বীপ। মধুচন্দ্রিমা যাপনের সেরা জায়গাগুলোর একটি। দিনে গড় তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে, রাতে ২৩ গড়ে ডিগ্রি। ফটিক-স্বচ্ছ জল, ধু-ধু সমুদ্রসৈকত, বিলাসী রিসর্ট এসবই হাতছানি দেয়।
মাউই দ্বীপ হাওয়াইয়ের বিশেষ এই দ্বীপটি রয়েছে জনপ্রিয়তায় সপ্তমে। বিশ্বের সেরা দ্বীপগুলোর তালিকা মাউই ছাড়া কখনোই সম্পর্ণ হবে না।
মালটা পর্যটকদের বিচারে দশে রয়েছে ব্রিটিশ মালটা দ্বীপ। প্রাকৃতিক পরিবেশের কারণে প্রচুর ছবিরও শ্যুটিং হয় এখানে। মালটার রাজধানী ভলেট্টা ঐতিহাসিক জায়গা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে রয়েছে।
 ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর ১০ স্থান
 ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর ১০ স্থান ঘুরে আসতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সিলেট
 ঘুরে আসতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সিলেট ঘুরে আসুন পাথুরে জাদুঘর থেকে
 ঘুরে আসুন পাথুরে জাদুঘর থেকে ঘুরে আসুন নান্দনিক সৌন্দর্যের অভয়ারন্য ফয়েজলেক
 ঘুরে আসুন নান্দনিক সৌন্দর্যের অভয়ারন্য ফয়েজলেক ঢাকার কাছেই ঘুরে আসুন ‘ছোট কক্সবাজার’ থেকে
 ঢাকার কাছেই ঘুরে আসুন ‘ছোট কক্সবাজার’ থেকে স্বর্গের ঝলক- বিরিশিরি
 স্বর্গের ঝলক- বিরিশিরি ভ্রমণ : প্রাচীনতম রেইন ফরেস্ট 'তামান নেগারা'
 ভ্রমণ : প্রাচীনতম রেইন ফরেস্ট 'তামান নেগারা' কতবেল এর যত উপকারিতা
 কতবেল এর যত উপকারিতা নাগবল্লী (Dhobi Tree) - ফুল পরিচিতি
 নাগবল্লী (Dhobi Tree) - ফুল পরিচিতি কেন খাবেন পুষ্টিতে ভরপুর ও ঔষধি গুণের আনারস?
 কেন খাবেন পুষ্টিতে ভরপুর ও ঔষধি গুণের আনারস?













