মশার ক্যারিয়ার বরবাদ!

পাঁচমিশালী কৌতুক August 23, 2016 2,614
মশার ক্যারিয়ার বরবাদ!

একদিন এক মশা আরেকটি মশাকে বলে-

১ম মশা : এই তুই বড় হইয়া কি হবি?


২য় মশা : আমি ডাক্তার হমু... তুই কি হবি?


১ম মশা : আমি... আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হইমু চিন্তা করতাছি...


এমন সময় একজন এসে মশা মারার ওষুধ ছিটালো। তখন মশাগুলো অজ্ঞান হতে হতে বলে উঠল-

মশা : ধুর... ক্যারিয়ারটাই বরবাদ কইরা দিলো...