নাচ-গান নয়, বিয়ের অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতে মুগ্ধ উপস্থিত সবাই!

ইসলামিক সংবাদ August 5, 2016 1,633
নাচ-গান নয়, বিয়ের অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতে মুগ্ধ উপস্থিত সবাই!

মুসলিম বিশ্ব এবং মিশরের প্রখ্যাত ক্বারী অধ্যাপক আহমাদ নায়িনায় শুধুমাত্র কোরআন মাহফিলেই কোরআন তিলাওয়াত করেন না; বরং তিনি বিয়ের অনুষ্ঠানেও কোরআন তিলাওয়াত করেন।


২০০৫ সালে এক বিয়ের অনুষ্ঠানে তার সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করে সকলকে মুগ্ধ করেছেন।


মুসলিম বিশ্বের বিখ্যাত ক্বারী অধ্যাপক আহমাদ নায়িনায় কোরআন তিলাওয়াত ছাড়াও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক কমিটির অন্যতম একজন সদস্য।


তার কিছু তিলাওয়াত রয়েছে যা তার জীবনের শ্রেষ্ঠ ক্বারী হিসেবে বিবেচিত।


২০০৫ সালে মিশরের 'সুহাজ' প্রদেশের 'নাজম রাশওয়ান' গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে অধ্যাপক আহমাদ নায়িনায় তার সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করেছেন। স্বয়ং অধ্যাপক আহমাদ নায়িনায় বিয়ের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের ভিডিওটা সংবাদ মাধ্যমের হাতে হস্তান্তর করেছেন।


-ইকনা