টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশই এগিয়ে: লঙ্কান কোচ

ক্রিকেট দুনিয়া August 29, 2022 1,964
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশই এগিয়ে: লঙ্কান কোচ

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে। অধিনায়কের এই বক্তব্য মোটেও ভালোভাবে নেননি দলটির সহকারী কোচ নাভিদ নাওয়াজ। বরং, নিজ দেশের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখেন তিনি।


রোববার (২৮ আগস্ট) দুবাইয়ে তিনি বলেন, “এই কথার সঙ্গে একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। বাংলাদেশ নিয়মিত টি-টোয়েন্টি খেলে। বিপিএল নিয়মিত হচ্ছে, অনেক বছর ধরেই এই টুর্নামেন্ট হচ্ছে। যেটা খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে সমৃদ্ধ করেছে।”


তার মতে শ্রীলঙ্কায় এখনো গড়ে উঠেনি টি-টোয়েন্টি সংস্কৃতি। ফলে এখনই বাংলাদেশের হয়ে চেয়ে এগিয়ে নয় শ্রীলঙ্কা। বলেন, “শ্রীলঙ্কা অত বেশি টি-টোয়েন্টি খেলে না।


এখনো টি–টোয়েন্টির সংস্কৃতি গড়ে ওঠেনি সেখানে। শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডেতে যতটা ভালো খেলে, টি-টোয়েন্টি ততটা নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের কেবল একটা আসরই হয়েছে। এটা নিয়মিত হলে কয়েক বছরের মধ্যে শ্রীলঙ্কার টি–টোয়েন্টি দলও দাঁড়িয়ে যাবে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪