বাংলাদেশের হেড কোচের চাকরি ছেড়েই দিলেন ডমিঙ্গো!

ক্রিকেট দুনিয়া August 25, 2022 24,433
বাংলাদেশের হেড কোচের চাকরি ছেড়েই দিলেন ডমিঙ্গো!

বাংলাদেশের হেড কোচের চাকরি ছেড়ে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে সমকালকে এ খবর নিশ্চিত করেন তিনি। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর। যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ। গতকাল পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।


টি২০ দলের কোচের পদ থেকে সরিয়ে দিয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল প্রধান কোচকে। এরপরও টেস্ট এবং ওয়ানডে দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে দেশে ফিরে যান ২৩ আগস্ট। বিসিবির সঙ্গে বোঝাপড়া হওয়ার পরও চাকরি ছাড়ার কারণ জানতে চাওয়া হলে ডমিঙ্গো বলেন, 'বিসিবিতে আমার সময় শেষ। আর থাকছি না।' পাল্টা প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সত্যিই বিসিবি ছেড়ে যাচ্ছেন? ডমিঙ্গোর দুই শব্দের উত্তর, 'ইয়েস স্যার।'


বিসিবির তোলা বেশিরভাগ অভিযোগ মেনে নিয়েছেন টাইগার প্রধান কোচ। কিছু পাল্টা অভিযোগও আছে তাঁর দিকে থেকে। যদিও বোর্ড থেকে এ বিষয়ে কেউ কিছু বলতে রাজি হননি। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী ফোন না ধরায় ডমিঙ্গোর আনুষ্ঠানিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ায় যায়নি। তবে চুক্তির শর্ত অনুযায়ী, ডমিঙ্গোর পদত্যাগ করার কথা ৩০ নভেম্বরের পর। সে ক্ষেত্রেও তিন মাসের নোটিশ দিতে হবে তাঁকে। অবশ্য উভয় পক্ষ রাজি থাকলে যে কোনো কিছুই হতে পারে।


সূত্রঃ দৈনিক সমকাল