অবশেষে এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া August 20, 2022 1,552
অবশেষে এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

নির্ধারিত সময়ের ১২ দিন পর দল ঘোষণা করলো স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট। দল নিয়ে সবুজ সংকেত দিতে দেরী করছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে তাদের অনুমতি পেয়েই দল ঘোষণা করলো এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা।


এশিয়া কাপের জন্য দাশুন শানাকাকে অধিনায়ক করে ২০ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। দলে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকশে ও দীনেশ চান্দিমাল। এছাড়া ‘বেবি মালিঙ্গা’ খ্যাত মাথিসা পাথিরানাও সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে।


সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্টের জন্য দলের তালিকা আগে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রনালয়ের কাছে জমা দিতে হয়। সেখান থেকে সবুজ সংকেত পেলেই সেটা চূড়ান্ত অনুমোদন দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।


এবারও এশিয়া কাপের দল বেশ অনেক আগেই ক্রীড়া মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু দল নিয়ে সবুজ সংকেত দিতে গড়িমসি করছিল দেশটির ক্রীড়া মন্ত্রনালয়।


শ্রীলঙ্কার এশিয়া কাপের স্কোয়াডঃ


দাশুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশা, অ্যাশেন বান্দ্রা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফারি ভ্যানিডারসি, প্রবীন জয়াবিক্রমা, দুশমান্তা চামিরা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশকানা, মাথিসা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়াইনদু ফার্নান্দো, কাসুন রাজিথা।


সূত্রঃ স্পোর্টসমেইল২৪