টাইগারদের পরামর্শক হওয়ার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রীরাম

ক্রিকেট দুনিয়া August 20, 2022 861
টাইগারদের পরামর্শক হওয়ার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রীরাম

শুক্রবার বাংলাদেশ টি-টোয়েন্টিদলে টেকনিক্যাল পরামর্শক পদে নিয়োগ দেওয়া হলো ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে। অক্টোবরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে তার সঙ্গে। তবে প্রধান কোচ নন, দলে তার ভূমিকা হবে টেকনিক্যাল উপদেষ্টার।


শুক্রবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। রোববার শ্রীরামের ঢাকায় আসবেন বলে খবর।এদিকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানয়েছেন শ্রীধরন শ্রীরাম। টাইগারদের সঙ্গে কাজ করতে উদগ্রীব হয়ে আছেন তিনি। তিনি উচ্ছ্বসিত বলে জানালেন।


বাংলাদেশ দলের সঙ্গে নিজের নতুন অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে এ ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘২৫ বছরের ক্রিকেটীয় অভিজ্ঞতা রয়েছে আমার। অভিজাত পর্যায়ে কোচিং করিয়েছি নয় বছর। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি আমি।’


৪৬ বছর বয়সি শ্রীরাম বলেন, ‘আমি বিশ্বাস করি যে, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপের মতো দুটি বড় ইভেন্টে একঝাঁক প্রতিভাবন ক্রিকেটারের সঙ্গে কাজ করব, একথা ভেবে আমি রোমাঞ্চিত।’


সূত্রঃ যুগান্তর অনলাইন