মাত্র এক ঘন্টাতেই শেষ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিট!

ক্রিকেট দুনিয়া August 17, 2022 1,202
মাত্র এক ঘন্টাতেই শেষ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিট!

আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল নিয়ে। এদিকে এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৪ আগস্ট সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে অফিসিয়ালি শুরু হয়েছে টিকিট বিক্রি।


টুর্নামেন্টের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। এই ম্যাচের টিকিট খুব দ্রুতই শেষ হয়ে যায়। ১৫ আগস্টেই আর কেউ টিকিট পাননি।


এদিকে বাংলাদেশ দলের ম্যাচের টিকিটের চাহিদাও ছিল তুঙ্গে। দুবাই থেকে জানা যায়, বিপুল পরিমাণে বাংলাদেশী প্রবাসীরা টিকিট সংগ্রহ করেছেন। বাংলাদেশ এবং শ্রীলংকা ম্যাচের টিকিট শেষ হতে সময় নিয়েছে ঘন্টাখানেকের মত। আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যেই।


এশিয়া কাপের প্রতিটা ম্যাচেরই দর্শক চাহিদা প্রচন্ড বেশি। ফাইনাল ও সেমিফাইনালের টিকিটও সব বিক্রি হয়ে গেছে। অনলাইনে টিকিট ছাড়বার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়েছে অনলাইনের লিমিট। এরপর অফলাইন টিকিটও শেষ হয়েছে ঘন্টার মধ্যেই।


বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে।


২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে আসর। আর ভারত-পাকিস্তান ঐতিহাসিক ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। আর ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪