বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া November 13, 2022 581
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ঘোষণা করলো বিসিবি

২০২৩ সালের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল। ইতোমধ্যে দল গুছাতে শুরু করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেইসাথে চলতি মাসের শেষ দিকে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।


বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র বলছে ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ। যদিও এ নিয়ে নিজেদের মধ্যে আরেক দফা বসার কথা। ঐ বৈঠকের পর ড্রাফটের তারিখ বদলাতেও পারে। যদিও এখনো পর্যন্ত ২৩ নভেম্বর সামনে রেখেই চলছে প্রস্তুতি।


এদিকে আসন্ন আসরে বিদেশী ক্রিকেটার নিয়ে দারুণ শঙ্কা দেখা গিয়েছিল। মূলত বিপিএল চলাকালীন আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে বলেই এই সংকট। নতুন করে যাত্রা করতে যাওয়া আরব আমিরাতের আইএলটি, দক্ষিণ আফ্রিকার এসএটুয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ একই সময় চলবে।


যদিও ড্রাফটের আগে বিদেশী খেলোয়াড় ভেড়ানোর ক্ষেত্রে বাধ্যবাধকতা উঠানোয় বেশ কিছু ভালো মানের তারকাকে নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে বড় ভূমিকা পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল খেলার অনুমোদন। জানুয়ারিতে তাদের একটি সিরিজ পিছিয়ে যাওয়াতেই মিলেছে এমন সুযোগ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪