প্রয়োজন হলে আইপিএল থেকে ডাকা হবে মুস্তাফিজকে : নান্নু

ক্রিকেট দুনিয়া April 24, 2022 461
প্রয়োজন হলে আইপিএল থেকে ডাকা হবে মুস্তাফিজকে : নান্নু

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ কে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ কিছুদিন ধরেই মোস্তাফিজুর রহমানের টেস্ট দলে ফেরা নিয়ে গুঞ্জন চলছিল। গতকাল বিসিবির আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠান শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন প্রয়োজন হলে মোস্তাফিজুর রহমানকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হবে।


কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান। তবে প্রয়োজন হলে মিরপুর টেস্টে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ডাকা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ মিরপুরে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,


“আমরা যতগুলো চুক্তির ক্রিকেটার আছে সবাইকে নিয়ে আলোচনা করি। মোস্তাফিজকে নিয়েও আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। যখন দলের প্রয়োজন হবে তখন দেখবো। এখন আমরা প্রথম টেস্টের দল দিয়েছি। যদি দ্বিতীয় টেস্টে দরকার হয় তখন চিন্তা করবো।”


তবে মোস্তাফিজকে আইপিএলের পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ২২ মে পর্যন্ত হবে রাউন্ড রবিন লিগের খেলা। ফাইনাল হবে ৩১ মে। অন্যদিকে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে। ফলে মোস্তাফিজকে আসন্ন টেস্ট সিরিজে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। - বাংলাওয়াশ ক্রিকেট