শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া April 24, 2022 2,283
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করলো বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকরা। এই ১৬ সদস্যের দলে নেই পেসার তাসকিন আহমেদ। দলে কোনো চমক নেই। এক সিরিজ পরই টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ সাকিব আল হাসান।


অবশ্য ঘরের মাঠে ইনজুরির কারণে টেস্ট দলে নেই পেসার তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় দিন কাঁধে ব্যথা পান এ পেসার। ওই ইনিংসে বোলিং করলেও পরবর্তীতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাসকিনকে। গুঞ্জন রয়েছে চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হতে পারে তাঁকে।


তাসকিনের পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান। অবশ্য এই প্রথম ডাক পাননি তিনি। এর আগেও টেস্ট দলে ডাক পড়েছিল তাঁর। তাছাড়াও টেস্ট দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম।


বিগত সময়ে ব্যাট হাতে রানের দেখা পাননি এ তরুণ ওপেনার। পেসারদের মধ্যে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন আবু জায়েদ রাহি। শরিফুলের টেস্ট খেলা এখনও ঝুলছে ফিটনেস টেস্টের ওপর। ফিটনেস টেস্ট উতরাতে পারলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দেখা যাবে তাঁকে।


বাংলাদেশের ’১৬’ সদস্যের দল –


মুমিনুল হোক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম*


সূত্রঃ বিডিক্রিকটাইম