ভারতকে লজ্জা দিয়ে টুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ক্রিকেট দুনিয়া November 11, 2022 450
ভারতকে লজ্জা দিয়ে টুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের দেওয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার ওভার হাতে রেখে দশ উইকেটে জয়লাভ করেছে ইংল্যান্ড। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী খোঁচা মারতে গিয়ে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে এনেছেন।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। শাহবাজ লিখেছেন, ‘তাহলে আগামী রবিবার ১৫২/০ বনাম ১৭০/০।’ টুইটে পাকিস্তান ও ইংল্যান্ডের পতাকার ছবিও দিয়েছেন তিনি।


শাহবাজ বোঝাতে চেয়েছেন ভারতকে ১০ উইকেটে হারানো দুটি দল এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। গত বছর পাকিস্তানের বিপক্ষে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। ভারতের হয়ে বিরাট কোহলি ৫৭ রান করেন। সেই ম্যাচ ১০ উইকেটে জিতে নিয়েছিল পাকিস্তান!


সেটাই ছিল যেকোনো সংস্করণের বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এবারের আসরে অবশ্য ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সুপার টুয়েলভে বাবর আজমরা হেরে গেছে ৫ উইকেটে।


আর সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে হারিয়েছে ১০ উইকেটে। দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এই পরিসংখ্যানই তুলে ধরেছেন শাহবাজ শরিফ। এটাই ১৫২/০ বনাম ১৭০/০-এর রহস্য।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট