যে উপায়ে এখনো এশিয়া কাপের ফাইনালে যেতে পারে ভারত

ক্রিকেট দুনিয়া September 7, 2022 3,980
যে উপায়ে এখনো এশিয়া কাপের ফাইনালে যেতে পারে ভারত

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের জেরে ভারতের ফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। তবে খাতায়কলমে এখনও ভারতের সামনে ফাইনালে ওঠার সুযোগ আছে। সেজন্য মিলতে হবে একাধিক অঙ্ক।


আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে আছে শ্রীলঙ্কা (নেট রানরেট +০.৩৫১)। দুই ম্যাচে লঙ্কানদের পয়েন্ট চার। সেখানে দুই ম্যাচ খেলে ভারতের (নেট রানরেট -০.) পয়েন্ট শূন্য। রোহিত শর্মারা আছেন তৃতীয় স্থানে। পাকিস্তান এবং আফগানিস্তান একটি করে ম্যাচ খেলেছে। ভারতকে হারানোর সৌজন্যে পাকিস্তানের পয়েন্ট দুই। আছে দ্বিতীয় স্থানে (নেট রানরেট +০.১২৬)। এখনও কোনও পয়েন্ট পায়নি আফগানিস্তান (নেট রানরেট -০.৫৮৯)।


এশিয়া কাপের বাকি ম্যাচের সূচি


১) বুধবার (৭ সেপ্টেম্বর): আফগানিস্তান বনাম পাকিস্তান।


২) বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর): আফগানিস্তান বনাম ভারত।


৩) শুক্রবার (৯ সেপ্টেম্বর): শ্রীলঙ্কা বনাম পাকিস্তান।


৪) ফাইনাল (১১ সেপ্টেম্বর)।


কোন অঙ্কে ভারত এখনও এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে?


১) বুধবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচ আছে। সেই ম্যাচে পাকিস্তানের হয়ে গলা ফাটাবে ভারত। সেই ম্যাচে আফগানিস্তান হারলেই ভারত ছিটকে যাবে। আফগানিস্তান জিতলে রশিদ খানদের পয়েন্ট হবে দুই।


২) ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আফগানিস্তানকে (পাকিস্তানের বিরুদ্ধে আফগানরা জিতবে ধরে) হারাতেই হবে রোহিত শর্মাদের। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে দুই।


৩) মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেলেও শুক্রবার (৯ সেপ্টেম্বর) দ্বীপরাষ্ট্রের হয়ে গলা ফাটাবে ভারত (পাকিস্তানকে হারাবে আফগানিস্তান এবং ভারত শেষ ম্যাচ জিতবে ধরে)। পাকিস্তানকে যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলে বাবর আজমদেরও পয়েন্ট হবে দুই।


৪) উপরের সব ফলাফল ভারতের পক্ষে গেলে শ্রীলঙ্কা ছয় পয়েন্টে শেষ করবে। দুই পয়েন্টে থাকবে ভারত, আফগানিস্তান এবং পাকিস্তান। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দল ফাইনালে যাবে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪