গ্রামীনফোনে স্মার্টফোন জেতার দারুণ সুযোগ!

Grameenphone May 23, 2016 2,275
গ্রামীনফোনে স্মার্টফোন জেতার দারুণ সুযোগ!

শর্তসমূহঃ

স্মার্টফোনের জন্য প্রতি ২০ মিনিটে শুধুমাত্র প্রথম রি-রেজিস্ট্রেশন বিবেচনা করা হবে (সকাল ১০টা – রাত ৮টা)।


একটি টাইমফ্রেমে একাধিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, বিজয়ী নির্ধারণের জন্য মোবাইল নম্বর সর্টিং ব্যবহার করা হবে; যদি একটি টাইমফ্রেমে কোনো রি-রেজিস্ট্রেশন না হয়, তবে ঐ টাইমফ্রেমে কোনো বিজয়ী নির্ধারিত হবে না।


ক্যাম্পেইনের সময়সীমা ১০ মে – ৩১ মে , ২০১৬।


শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে রি-রেজিস্ট্রেশন বিবেচনা করা হবে।


বিজয়ীরা গ্রামীণফোন থেকে তাদের বিজয়ী হওয়ার নোটিফিকেশন পাবেন।


ক্যাম্পেইন শেষ হবার পর গ্রামীণফোন থেকে যথাযথ পরিচয়পত্রসহ (বিজয়ী গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে এবং স্মার্টফোন পেতে একটি স্বীকারোক্তিমূলক ফরম পূরণ করতে হবে) স্মার্টফোন সংগ্রহ করার জন্য জিপিসি লোকেশন জানিয়ে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে।


নির্বাচিত কালেকশন পয়েন্ট থেকে বিজয়ীদেরকে স্মার্টফোন সংগ্রহ করতে হবে ১৫ জুলাই , ২০১৬-এর মধ্যে; এই তারিখের পরে স্মার্টফোন সংগ্রহ করা যাবে না।